1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মিতু হত্যা মামলায় আদালতে আরও ২ জনের সাক্ষ্য গ্রহন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।
বহু আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতু হত্যা মামলায় আদালতে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ই সেপ্টেম্বর২৩ইং) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ জসিম উদ্দিনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু সম্পন্ন হয়।যাদের সাক্ষী গ্রহন গ্রহণ করা হয়েছে,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাদী ও উপসহকারী পরিদর্শক (এএসআই) মো.সাহাব উদ্দীন। দুই জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর ২৩ইং) পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।এ পযন্ত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে জানান তিনি।

আদালত সূত্রে আরো জানা যায়, ২০১৬ সালের (৫ই জুন ২৩ইং) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে পরিকল্পিত ভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মামলার বাকি আসামিরা হলেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।২০১৬ইং সালে মাহমুদা খানম মিতু খুন হওয়ার পর তার স্বামী, সে সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার নিজেই বাদী হয়ে মামলা করেছিলেন। নানা নাটকীয়তা শেষে পিবিআইয়ের তদন্তে এখন তিনিই এ মামলার প্রধান আসামি। এসপি বাবুল আক্তার তার কিছুদিন আগেই চট্টগ্রাম মহানগর পুলিশে ছিলেন। বদলি হওয়ার পর তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত