1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাভারের শীর্ষ সন্ত্রাসী টুটুল ৭ রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার। সাভার উপজেলা সমাজ সেবার আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সেমিনার। সাভার ভাকুর্তা ইউনিয়ন এলাকায় স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। চিকিৎসার অভাবে মৃত্যুর দিন গুনছে দিনমজুর পিতার কন্যাশিশু সামিয়া আক্তার। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,নারী-পুরুষসহ দগ্ধ ৬।

অবশেষে ভেঙে গেল রাজ-পরীমণির সংসার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।
বহুআলোচিত-সমালোচিত অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার অবশেষে ভেঙে গেছে। পরীমণি (১৮ই সেপ্টেম্বর ২০২৩ইং) রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমনি।গত মঙ্গলবার (১৯ই সেপ্টেম্বর ২০২৩ইং) দিবাগত রাত ৪ঘটিকার দিকে রাজের বিরুদ্ধে এ অভিযোগ আনেন পরীমণি।
সেখানে এ চিত্রনায়িকা লেখেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম।একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?,তিনি আরও লেখেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়?প্রশাসন,মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্ট্যাটাস দেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই আবার পোস্টটি মুছে ফেলেছেন তিনি।এ বিষয়ে জানতে পরীমণির কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরীর অভিযোগের প্রসঙ্গে শরিফুল রাজেরও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি। সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এবং সেই পোস্টে অভিনেত্রী স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এভাবে তার সঙ্গে থাকা যায় না বলেই জানান তিনি।এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।এদিকে, দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা দিয়ে কাজে ফিরছেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছর পর প্রথমবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন অক্টোবরের প্রথম সপ্তাহে।নতুন এই সিনেমাটির জন্য গত চার মাস ধরেই অপেক্ষা করছিলেন নায়িকা পরীমনি। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক।উল্লেখ্য, এই ২০২১ইং সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়।পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ।গেলো মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। সম্পর্কটা এখন বিচ্ছেদও হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং