1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে, মৃত্যু বেড়ে ১৩ জন।

ফরিদপুর প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন।এছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত সোমবার(১৬ই এপ্রিল ২০২৪ইং)সকাল আনুমানিক ৮ঘটিকার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী তথ্য সুত্র থেকে জানা গেছে,ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছে।এছাড়া আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে একজন ও হাসপাতালে আরও একজন মারা যান।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।তবে নিহতরা সবাই ফরিদপুরের বাসিন্দা বলে জানা যায়।পুলিশ তথ্য সুত্রে জানা যায় জানা যায়,যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল।কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেন।এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান দুর্ঘটনায় নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।বাকি পাঁচজনের উন্নতি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি)মোঃ কামরুল আহসান তালুকদার কাছেও এঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।তাছাড়া ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সালাউদ্দিন চৌধুরীর কাছে ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন,যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল,কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে,এছাড়াও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার গ্রহণের প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত