1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

আজ আন্তর্জাতিক মহান মে দিবস গণপরিবহন চলাচল সীমিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

আজ আন্তর্জাতিক মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য মজুরি ও দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ।
(১ই মে ২০২৪ইং)’বুধবার উৎসাহ-উদ্দীপনা আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিবহন শ্রমিকরা এই মে দিবসটি পালন করেন।গাবতলী,মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল গুলোতে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়,ঢাকা থেকে আন্তঃজেলা ও রুটে দূরপাল্লার যে-সব শ্রমিক স্থায়ী তারা আজ বাস চালানো বন্ধ রেখেছেন।তবে এসব বাস কোম্পানির চুক্তিভিত্তিক শ্রমিকরা দৈনিক মজুরিতে কাজ করার কারণে দুই-একটি বাস টার্মিনাল ছেড়ে থেকে ছেড়ে যেতেও দেখা যাচ্ছে।অন্যদিকে ঢাকা নগরী ও পার্শ্ববর্তী জেলায় চলাচল করা বাসগুলো চলছে সীমিত রয়েছে।তবে দুপুরের পরে থেকে এসব বাস চলাচল বাড়তে পারে বলে জানা গেছে।এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন,সকাল থেকেই জনসাধারণের কথা মাথায় রেখে সিমিত পরিমান গাড়ি রাস্তায় চলছে,এছাড়া এসব সিমিত কয়েকটি গাড়ি না চললে যাত্রী সাধারণ মানুষ চলাচল করবে কি করে।এদিকে দূরপাল্লার রুটে অল্পসংখ্যক গাড়ি চললেও ঢাকা সিটিতে সীমিত পরিমান বাস চলাচল করতে দেখা যাচ্ছে।মহান মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের গাড়ি চলাচল প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,ঢাকা নগরীর অধিকাংশ শ্রমিকই দৈনিক মজুরিতে চুক্তিভিত্তিক কাজ করেন।তারা গাড়ি না চালালে পেটে ভাত যাবে না।তাই বাধ্য হয়ে তাদের আজও কাজ করতে অনুমতি দেওয়া হয়,এদের কোনো ছুটি নেই।তবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার আক্ষেপ এ শ্রমিক নেতার কণ্ঠে বুঝা যায়। তিনি আরো বলেন,মহান মে দিবসের কথা বলে লাভ নেই।মে দিবস আসে যায়,কিন্তু পরিবহন শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তনঘটেনা।বরংচ তারা দিনের পর দিন ক্ষতিগ্রস্তই হয়।যে প্রত্যাশা নিয়ে ১৮৮৬ইং সালে হে মার্কেটের শ্রমিকরা আন্দোলন করেছিলো অনেক মায়ের বুক খালি হয়েছিলো এই আন্দোলনে রক্ত দিয়েছিল,তার ৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন সেসব এখন আর ধারে কাছেও নাই।এত বছর পরে এসেও পরিবহন শ্রমিকরা প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করেন।গার্মেন্সের পোশাক শ্রমিকরা ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে।মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন,১ই মে শ্রমিক দিবস।এদিন পরিবহন শ্রমিকরা দুপুর পর্যন্ত গাড়ি চালায় না।যাত্রীর পরিমাণ বাড়ায় সকাল থেকে কয়েকটি গাড়ি ছেড়ে গেছে।এদিকে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারণ শ্রমিকেরা ও শ্রমিক সংগঠনের নেতারা দিবসটি পালন করেছেন।এদিকে শ্রমিক নেতারা জানিয়েছেন,১ই মে দিবসে নানা কর্মসূচি আছে।সেসব কর্মসূচিতে যুক্ত হতে হবে বলেই বাস চালানো যাচ্ছে না।বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই আন্তর্জাতিক ভাবে শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন,মে দিবস উপলক্ষ্যে বক চত্বর থেকে আমাদের সমাবেশ শুরু।তারপর প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে।প্রসঙ্গত,১৮৮৬ইং সালের ১ই মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন।শ্রমিকদের এ কর্মসূচির ওপর পুলিশ বর্বরোচিত গুলি চালায়।এতে অনেক শ্রমিক হতাহত হন।শ্রমিকদের এ আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে দিনটি মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত