1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

পাবনায় সুজানগর ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১।

নিজস্ব প্রতিবেদক(পাবনা)।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

পাবনায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার শেষদিনে নিয়ম বহির্ভূতভাবে টাকা বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)।পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।ঘটনাটি সোমবার(০৬ই মে ২০২৪ইং)দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)পাবনা ক্যাম্পের সদস্যরা।আটককৃত শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে(আনারস)প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী।তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত আছেন তিনি।আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।তবে তাদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বলে জানা যায়।র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব-১২)কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান বলেন,আগামী(৮ই মে২০২৪ইং)আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দেওয়া অবস্থায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা(আনারস)প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুজ্জামান শাহীন ভোটারদের মাঝে টাকা বিতরণ করা অবস্থায় ও সাথে থাকা দুই ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,টাকাগুলো ভোটারদের প্রভাবিত করতে বিতরণের জন্য রাখা হয়েছিল।তবে এবিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।তিনি এসে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।এবিষয়ে পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন,বিষয়টি আমরা জানতে পেরেছি।নির্বাচন আচরন বিধি লঙ্গন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত