1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থী বিএনপির নেতাকর্মীরা!

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র দলীয়ভাবে বর্জনের নির্দেশনা থাকলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন ডজনখানেক নেতা।এর মধ্যে রয়েছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীলরাও।গত মঙ্গলবার নারায়ণগঞ্জ রুপগঞ্জের কাঞ্চন পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।জানা যায়,কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান,৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির সহ সভাপতি হামিদুল হক খান,একই ওয়ার্ডে আরেকজন প্রার্থী হয়েছেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম,৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপির সহ সভাপতি নাসিরুল হক ভুঁইয়া দুলাল,একই ওয়ার্ডে নির্বাচন করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়া,৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুট্টু।এছাড়াও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মিয়াও হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী,কাঞ্চন পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিনও হয়েছেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র নেতারা বলেন,দলের এসব নেতারা প্রার্থী হয়ে এখন নেতাকর্মীদের বিভ্রান্ত করে বলছেন এই পৌরসভায় বিএনপির নির্বাচনে অংশ নিতে বাধা নেই,কারণ এ নিয়ে দলের কোনো মাথাব্যথা নেই।
এসব বলে নেতাকর্মীদের মাঠে নামাতে চেষ্টা করছেন বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা।এমনকি দলে দলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে যেতেও বলছেন এইসব প্রার্থীরা।এদিকে মেয়র পদে নির্বাচন করায় দেওয়ান আবুল বাশার বাদশারকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কেন্দ্রীয় কমিটি থেকে।এছাড়াও দলীয় একাধিক সূত্র জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)সরকার।এর মধ্যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং যারা অংশগ্রহণকারীদের হয়ে মাঠে নেমেছেন তাদেরকে বহিষ্কার করার মতো শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানা যায়।এর মাঝেও দলীয় প্রায় ডজনখানেক নেতা কাঞ্চন পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা যায়।এদিকে দলীয় নেতাকর্মীরা জানান,এ মুহুর্তে এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নিলে আগামীতে দলে আর কোনো চেইন অব কমান্ড থাকবে না বলে মন্তব্য প্রকাশ করেন।এক পর্যায়ে সকলেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করা শুরু করবে।আর দলের দায়িত্বশীল পদে থেকে কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে চাইছেন না এই নেতাকর্মীরা।তাই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জোরদার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র নেতাকর্মীরা।এ ব্যাপারে নির্বাচনে অংশ নেওয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,দল তো বড় নির্বাচনগুলোতে অংশ নিতে বাধা দিয়েছে।এখন তো শুধু কাঞ্চন পৌরসভায় নির্বাচন আর কোথাও নির্বাচন নেই।যখন সারাদেশে নির্বাচন হয় তখন দল একটা সিদ্ধান্ত নেয়।শুধু কাঞ্চনের নির্বাচন নিয়ে তো আর দল বসে নেই।সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি।এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের কাছে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,আমাদের এখন পর্যন্ত ১০ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে আমরা জেনেছি।এদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় কমিটি।ইতোমধ্যে আমরা কেন্দ্রীয় কমিটিতে বিষয়টি জানিয়েছি তাদের ব্যাপারে।কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত আসবে তাই হবে।গত(২১শে মে)কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।(১০ই জুন)প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।তফসিল অনুযায়ী আগামী২৬শে জুন ইভিএম পদ্ধতিতে হবে এ পৌরসভার ভোটগ্রহণ চলবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত