নিজস্ব প্রতিবেদক(ঢাকা)।
সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো:মোখলেস উর রহমান।এছাড়াও সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে রোববার (২২শে সেপ্টেম্বর ২০২৪ইং)সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১শ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে।তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০শে নভেম্বরের মধ্যেই।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান।