নিজস্ব প্রতিনিধঃ
ভূমি সংস্কার বোর্ড নবাব স্টেট কর্তৃক জমি লীজ গ্রহীতাদের প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে।৪ই ফেব্রুয়ারী২০২৫ইং রবিবার ভূমি সংস্কার বোর্ড নবাবী স্টেটের সামনে সন্ধ্যা ৫,৩০ ঘটিকার সময় আইয়ুব আলী সিকদার নামে এক লীজ গ্রহীতাকে অপহরন করার ঘটনা ঘটে,এরপর প্রায় ২ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী আইয়ুব আলী সিকদার ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির একজন সদস্য এবং নবাব স্টেট ভূমি সংস্কার বোর্ডের একজন লীজ গ্রহিতা।ঔদিন দুপুরে লীজকৃত জমির লীজ নবায়ন ও জরুরী কাজে ভূমি সংস্কার বোর্ড নবাব স্টেটের আসেন,এবং কাজ শেষে সন্ধ্যা ৫,৩০ এর দিকে বের হলে প্রায় ১০/১৫ মুখোশ পরিহিত সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়।শুধু তাই নয় ইতিপূর্বেও দুইজন লিজ গ্রহীতা মোঃ আব্দুল হালিম ও খন্দকার অপু নামে দুই ব্যক্তি আশুলিয়া থেকে ভূমি সংস্কার বোর্ড আসলে তাদের কেউ অপহরণ করে মারধর করে ছেড়ে দেওয়া হয়।এবিষয়ে আইয়ুব আলী সিকদার বলেন অপহরণকারীরা কারা তা জানিনা তবে আশুলিয়ায় ২০ একর সম্পত্তি নিয়ে একটি পক্ষের সাথে আমার বিরোধ চলে আসছে সম্ভবত তাদের ইশারাতেই এ ঘটনাটি ঘটেছে।এসময় অপহরণকারীরা আমার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে,আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে ছেড়ে দেয়।উপরোক্ত বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লীজ গ্রহিতা সহ সাধারণ মানুষ।তবে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন ও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে ও জানিয়েছেন আইয়ুব আলী সিকদার সদস্য ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি, লীজ গ্রহিতা নবাব স্টেট ভূমি সংস্কার বোর্ড।