1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাভারের শীর্ষ সন্ত্রাসী টুটুল ৭ রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার। সাভার উপজেলা সমাজ সেবার আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সেমিনার। সাভার ভাকুর্তা ইউনিয়ন এলাকায় স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। চিকিৎসার অভাবে মৃত্যুর দিন গুনছে দিনমজুর পিতার কন্যাশিশু সামিয়া আক্তার। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,নারী-পুরুষসহ দগ্ধ ৬।

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপরাধ জগতের নব্য সম্রাট রিয়াজ।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার আউকপাড়ার মাজার গেইট এলাকার আনিছুর রহমান ওরফে পিস্তল রতনের ছেলে অপরাধ জগতের নব্য সম্রাট এই রিয়াজুল ইসলাম ওরফে পইট রিয়াজ।পুলিশে চাকুরী পাওয়ার পর নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে এই কুখ্যাত রিয়াজ। ডাকাতি ও ধর্ষনের দায়ে চাকুরী থেকে বরখাস্ত করা হলেও পুলিশি আইডি কার্ড দেখিয়ে নানা অপরাধ করার অভিযোগ চাকুরী চ্যুত রিয়াজের বিরুদ্ধে।জানা যায় রিয়াজের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ,ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ।রিয়াজের পিতা মোঃ আনিসুর রহমান ওরফে পিস্তল রতনও অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।সূত্রে জানা যায়,রিয়াজ একসময় পুলিশ বাহিনীতে চাকরি করতেন।তবে মোটরসাইকেল ডাকাতি ও ধর্ষণ কান্ডে জড়িত থাকার অভিযোগে সে চাকরি হারায়।এরপর থেকে তিনি তার পুলিশি আইডি(নং:৯৮১৮২০ ৫৫৭০)ব্যবহার করে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা দাবি করেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রিয়াজ ও তার সঙ্গীরা পুলিশি আইডি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি,চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা।এদিকে,রিয়াজের পিতা আনিসুর রহমান রতনও একাধিক মামলার আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক।পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেছেন,আইডি কার্ডের অপব্যবহার বন্ধ করে রিয়াজ ও তার সঙ্গীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।পাশাপাশি, পলাতক আসামি আনিসুর রহমান রতনকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি এবিষয়ে অবহিত নয় বলে জানান।রিয়াজের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না,তা এখন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়:
২৩শে এপ্রিল ২০২৫ইং,
এআরএন/বিসিএন,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং