1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাভারের শীর্ষ সন্ত্রাসী টুটুল ৭ রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার। সাভার উপজেলা সমাজ সেবার আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সেমিনার। সাভার ভাকুর্তা ইউনিয়ন এলাকায় স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। চিকিৎসার অভাবে মৃত্যুর দিন গুনছে দিনমজুর পিতার কন্যাশিশু সামিয়া আক্তার। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,নারী-পুরুষসহ দগ্ধ ৬।

সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
২০১৩ইং সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করে‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫ইং’জারি করেছে সরকার।(২১শে মে ২০২৫ইং)বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়।এর আগে গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।এ অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে।এদিকে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ইং-এ নাগরিক সুরক্ষার প্রয়োজনীয় বিধান ছিল না,যার ফলে সেই আইন অপব্যবহার ও নিপীড়নের সুযোগ তৈরি করেছিল এবং মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল।তাই ওই আইন বাতিল করে সাইবার সুরক্ষা নিশ্চিত করা,অনলাইনে সংঘটিত অপরাধ শনাক্ত,প্রতিরোধ,দমন ও এসব অপরাধের বিচারসহ সংশ্লিষ্ট বিষয়ের জন্য নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।সংসদ ভেঙে থাকায় এবং পরিস্থিতি জরুরি মনে হওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১)অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশ প্রণয়ন জারি করলেন।এদিকে গত(৬ই মে ২০২৫ইং)উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।ওইদিন তিনি জানান,২৫ বার খসড়া পরিবর্তন করা হয়েছে।আইন মন্ত্রণালয়ের মতামতের পর এই সপ্তাহে চূড়ান্ত গেজেট জারি হবে।এতে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।তবে দেশে প্রথম বারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধসহ,নারী-শিশু নির্যাতন এবং যৌন হয়রানির জন্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এর মধ্যে নয়টি ধারায় কুখ্যাত মামলা হতো।এসব ধারায় মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।এছাড়া কিছু ধারা পরিবর্তন করা হয়েছে।তিনি আরও বলেন,মতামত বা কথা বলায় যে অপরাধ হতো,সেখানে মাত্র দুটি বিষয় রাখা হয়েছে।একটি নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন মূলক কনটেন্ট প্রকাশ বা হুমকি দেওয়া।আরেকটি হলো ,ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে সহিংসতা উসকে দেওয়া।এই মামলা হলে আমলি আদালতে যাবে,তারপর তিনি যদি দেখেন,কোনো ভিত্তি নেই তাহলে ২৪ ঘণ্টার মধ্যে মামলা বাতিল করতে পারবেন।তিনি আরও বলেন,কথা বলা বা মতামত প্রদানের জন্য যে মামলা হতো সেগুলো জামিনযোগ্য করা হয়েছে।কথা বলা বা মতামত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি দুই বছরের সাজা।মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আরও বেশি আছে।আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি(এআই)এর মাধ্যমে কোনো সাইবার অপরাধ করা হয় সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট এবং বঙ্গবন্ধু সংক্রান্ত ধারায় প্রচুর মামলা করা হতো,এই ধারা বাতিল করা হয়েছে।মানহানিকর মামলায় হতো সে ধারা বাতিল করা হয়েছে বলে জানা তিনি।

বাংলাদেশ সময়:০১:৩৫ মিনিট,
২২শে মে ২০২৫ইং
এসকেএম/বিসিএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং