1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজধানীর একটি আবাসিক হোটেলে কথা কাটাকাটির জেরে বালিশচাপা দিয়ে প্রেমিকা’কে হত্যা।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী কমলাপুরে সি ল্যান্ড হোটেলে কথা কাটাকাটির জেরে খুন হওয়া সুমি রানী রায়(৩৫)নামক এক নারীর মরদেহ উদ্ধার করেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব- ১১)এছাড়াও এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবেল হোসেন(৩১)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।গত(২৯শে মে ২০২৫ইং)কুমিল্লা জেলার মেঘনা থানাধীন এলাকায় র‍্যাব- ১১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।এদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার(মিডিয়া)সনদ বড়ুয়া জানান,গত বুধবার (২৮শে মে ২০২৫ইং)মতিঝিল থানার উত্তর কমলাপুরের আবাসিক হোটেল সি ল্যান্ডের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে ওই নারী’র মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করা হয়।পরবর্তীতে ঘটনার বিষয়টি র‍্যাব-৩ গোয়েন্দা নজরদারি শুরু করে।এক পর্যায়ে র‍্যাব-৩ এর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি র অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে,তবে আসামী অবস্থানরত এলাকা র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব-১১)এরিয়া হওয়াতে,র‍্যাব-৩ এর সদস্যরা র‍্যাপ-১১ কাছে আসামি গ্রেপ্তারের সহযোগিতা চেয়ে গত বৃহস্পতিবার(২৯শে মে ২০২৫ইং)কুমিল্লা জেলার মেঘনা থানাধীন এলাকা থেকে হত্যার সাথে জড়িত ব্যক্তি রুবেল হোসেন’কে গ্রেপ্তার করেন র‍্যাব-৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, দেড় বছর আগে তার সঙ্গে মেয়েটির টিকটকের মাধ্যমে পরিচয় হয়।পরিচয়ের সুবাদে তাদের মধ্যে এক সময় গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।কিন্তু মেয়েটির দুটি সন্তান রয়েছে এবং তিনি হিন্দু আর রুবেল মুসলিম হওয়ায় মেয়েটিকে তার বোন রুবেলের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন।পরে রুবেল মেয়েটির বোনের সঙ্গে দেখা করে সুমিকে বিয়ে করবেন বলে জানান।পরবর্তীত গত ২৫শে মে সুমি তার বোনকে জানান যে তিনি আর রুবেল ঢাকায় অবস্থান করছেন।এছাড়াও গত ২৭সগে মে রুবেল ও সুমি রাজধানীর উত্তর কমলাপুরের আবাসিক হোটেল সি ল্যান্ডে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি কক্ষ ভাড়া নেন।নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ২৮শে মে মেয়েটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হোটেল থেকে কৌশলে পালিয়ে যান।পরে ঘটনা মুল আসামি রুবেল হোসেনকে র‍্যাব-১১ সহযোগিতায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-৩ হাতে গত বৃহস্পতিবার ধরা পড়েন তিনি।

বাংলাদেশ সময়:১১:০০ মিনিট,
৩০শে মে ২০২৫ইং
এসআরবি/বিসিএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত