সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়ন
যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে শশুরের বিরুদ্ধে,এ ঘটনায় স্থানীয় এলাকা বাসী সরাসরি হত্যার সাথে জড়িত শশুরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন এলাকাবাসী।শনিবার ১৪ই জুন ২০২৫ইংদুপুরে উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকার একটি দোতলা ভবনের রুম থেকে নিহত পুত্রধূর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ।পরে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য রাজ ধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে ।এদিকে স্থানীয় সুত্রে জানা যায়,গত এক বছর আগে সেলিম নামক ব্যক্তির সাথে আনুমানিক বিশ বছর বয়সী লতা বেগমের ইসলামী শরিয়ত মতাবেক বিয়ে হয়।বিয়ের পরবর্তী সময় তেতুলঝোড়া ইউনিয়ন এলাকায় সোলেমান মিয়ার দোতলা বাড়ির পৃথক দুটি কক্ষ ভাড়া নিয়ে বস বাস করতেন নিহত লতা বেগমের পিতা-মাতা ও শশুর-শাশুড়ী।বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্যে স্বামী সেলিম মিয়া ও লম্পট শ্বশুর মাসুদ মিয়া চাপ দিতে থাকেন গৃহবধূ লতা বেগম’কে,এসময় যৌতুকের দাবীকৃত টাকা দিতে অপারগতা শিকার করলে লম্পট শ্বশুর মাসুদ মিয়া পুত্রবধূ লতাকে ঘরের মধ্যে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন,এতে পুত্রবধূ লতা বেগম লম্পট শশুরের উপর ক্ষিপ্ত হলে,লম্পট শশুর পুত্রবধূ’কে শ্বাস রোধ করে হত্যা করেন।পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সোলেমান মিয়ার দোতলায় গিয়ে ঘরের ভিতরে পুত্রবধূর লতা বেগমের ক্ষতবিক্ষত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।পরেপুলিশ ঘটনাস্থলে এসে নিহত পুত্রবধূ লতা বেগম(২০)এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন,পরবর্তী নিহতের সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য শহিদ সরোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।এদিকে ঘটনার মুল মাস্টার মাইন্ড হত্যাকারী লম্পট শশুর মাসুদ মিয়া’কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে গণ পিটুনি দিয়ে হত্যা করার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মোটরসাইকেলে যোগে থানায় নিয়ে যান।ঘটনার বিষয়ে নিহত লতা বেগম(২০)এর বাবা আব্দুস সালাম বলেন,চারজন মিলে তার মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।এঘটনার পর থেকে লতা বেগমের স্বামী সেলিম মিয়া পলাতক রয়েছে।তাছাড়া ভয়াবহ নির্যাতনে এ হত্যার পরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ি র ইনচার্জ সবুজ বলেন,লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ও তার স্বামী কে আটকের চেষ্টা করা হচ্ছে।এছাড়া এ হত্যাকাণ্ডে আরো অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
আপডেটঃ
বাংলাদেশ সময়:০৬:৫৫ মিনিট,
১৪ই জুন ২০২৫ইং
এসআরইটি,বিসিএন