স্টাফ রিপোর্টারঃ
সাভারের ধামসোনা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।গোপাল বাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করেন ধামসোনা ইউনিয়নের ১,২ভ ও ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি র কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।তিনি বলেন,ঈদের আনন্দ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন প্রশংস নীয়।গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ।এই ঐতিহ্যকে ধরে রাখতে সকলেরই এগিয়ে আসা প্রয়োজন।এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এই আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ আরও রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে স্থানীয় জনগণের কাছে।
বাংলাদেশ সময়:০৫:৫০ মিনিট
১৫ই জুন ২০২৫ইং
এসআরএম/বিসিএন