আশুলিয়া প্রতিনিধিঃ
সাভার জাতীয় স্মৃতিসৌধে(এনসিপি)জাতীয় যুবশক্তি’র ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১৬ই জুন ২০২৫ইং সোমবার এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে,আয়োজিত এ সভায় সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজীআয়েশা আহমেদ,কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন ,মোঃ আবির হোসাইন,মোঃ সাজেদুর রহমান,মোঃ তুহীন সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন এনসিপি’র নেতাকর্মীরা।এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।তিনি তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,কোটা নয়,বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু।এছাড়াও আন্দোলনে শহিদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করি।আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মুল লক্ষ্য।তিনি আরও বলেন,আমরা চাই না,অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি।আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া।আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।এদিকে জাতীয় স্মৃতিসৌধে এনসিপি আয়োজিত সভা শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন-যুবশক্তি একটি উদ্যমী,আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আত্বপ্রকাশ করেন।
বাংলাদেশ সময়:০৯:২০ মিনিট
১৭ই জুন ২০২৫ইং
জেএসইটিএম/বিসিএন