সাভার প্রতিনিধিঃ
সাভার তেতুলঝোড়া ইউনিয়ন শ্যামলাসি মৌজার দখলকৃত সরকারি জমি উদ্ধারের নোটিস প্রধানকালে ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার শিকার হয় সাভার থানাধীন ফুলবাড়িয়া সহকারী ভূমি কর্মকর্তারা মোঃ জাহাঙ্গীর আলম।এসময় গুরুতর আহত অবস্থায় ভুমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম কে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সরজমিনের তথ্যসূত্র থেকে জানা যায়,তিনি সাভার ফুলবাড়িয়া ভূমি তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার(ভূমি)জহিরুল ইসলাম।তাছাড়া(৯ই জুন ২০২৫ইং)বুধবার দুপুরে সাভার শ্যামলাসি মৌজার কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।হামলায় শিকার আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূরমোহাম্মদের ছেলে।তবে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান,দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন।সেই জমিঅবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই‘মব’তৈরি করে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে জানা যায়।এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে থেতলে দেয়া হয়।এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়।তবে সঙ্গীহীন অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে আসেন।এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান,আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর।সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে। ‘মব’তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।তবে জড়িতের কেউ এখনো গ্রেপ্তার হয়নি বলে জানা যায়।
বাংলাদেশ সময়:০৬:২৫ মিনিট
৯ই জুন ২০২৫ইং
এসবিএস/বিসিএন