নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের(মিটফোর্ড)সামনে ভাঙা ব্যবসায়ীকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেন ডিএমপি কোতোয়ালি থানার পুলিশ।গত শুক্রবার(১১ই জুলাই ২০২৫ইং)সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান,রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় দুইআসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ।এছাড়া এ ঘটনায় জড়িতথাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)।গ্রেপ্তারকৃত দুইজন-মাহমুদুল হাসান মহিন(৪১)ও তারেক রহমান রবিন(২২)এছাড়া পুলিশের হাতে গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটিবিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।গত বুধবার(৯ই জুলাই২০২৫ইং) সন্ধ্যা ৬ঘটিকার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহমেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ সোহাগ(৩৯)নামক ভাঙ্গারী ব্যবসায়ী এক ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে পুলিশ লাশেরসুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড)হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।পরে ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে এজাহারনামীয় দুইজন কে গ্রেপ্তার করেপুলিশ।সোহাগ হত্যার কারণ সম্পর্কে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন,প্রাথমিক ভাবে জানাযায়ব্যবসায়িক দ্বন্দ্ব এবং শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:১২:১৫ মিনিট,
১২ই জুলাই ২০২৫ইং
বিএমএইচএস/বিসিএন