প্রতিনিধি প্রতিনিধিঃ
মানসিক ভারসাম্যহীন কিশোরী মিম আক্তার(২০)খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম।নাতনীর পড়নের জমা নিয়ে কেঁদে কেঁদে খুঁজে বেড়াচ্ছেন।গত সোমবার(১৪ জুলাই ২০২৫ইং)দিবা গত রাতে সাভার পৌর এলাকার মুক্তিমোড়ে মিমকে খুঁজতে আসলে কথা হয় সঙ্গে বৃদ্ধ আমেনার।এরআগে বেলা ১১ ঘটিকার দিকে পৌর এলাকার জামসিং সোলাইমান মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় মিম আক্তার(২০)নিখোঁজ মিম পাবনাজেলার সাঁথিয়া থানার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের শামীমের মেয়ে।সে সাভার পৌর এলাকার দক্ষিণ জামসিং এলাকারসোলাইমান মার্কেটে নানী আমেনা বেগমের সঙ্গে বসবাস করতেন। মিমের নানী আমেনা বেগম বলেন,মিম গত বছর নভেম্বর মাসে ব্রেনস্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।মিমের বাবা নেই,তার মায়ের আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে।এরপর থেকে মিম সাভারে আমার সঙ্গেই বসবাস করে।আজ সকালে আমি সাহায্য তোলার জন্য বের হয়ই।এরপরে বেলা ৩ ঘটিকার দিকে এসে দেখি আমার নাতনী বাড়িতে নাই।তখন আমি পরিবারের সবাই নিয়ে মিমের খোঁজ করি।কিন্তু তার সন্ধান পাইনি।এসময় আমেনা কান্না জড়িত কন্ঠে বলেন,আমি রাস্তা ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলি।আর আমার নাতনীর ঔষধ কিনি ও চিকিৎসা করতাম।কিন্তু এখন আমি আমার নাতনীরখোঁজে মিমের জামা নিয়ে বের হইছি।এখন আমি একা আর নিরুপায়।বাসায় যখন মিমকে রেখে গেছি,তখন কমলা রঙের ছাপার জামা এবং গোলাপি রঙের সালোয়ার আর লাল সবুজ রংয়ের ওড়না পড়া ছিল। এভাবেই নাতনী মিমের হারানোর বর্ণনা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন বৃদ্ধ আমেনা বেগম।
বাংলাদেশ সময়:০৭:৩৫ মিনিট,
১৫ই জুলাই ২০২৫ইং
এসএইচএস/বিসিএন,