আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় তাদের সংগে থাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ৭৮০ নগত টাকা উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার(২২শে জুলাই ২০২৫ইং)রাত আনুমানিক ১১ঘটিকার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত দুই মাদক ব্যবসায়ী,আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার মৃত তোতা মিয়ার ছেলে হোসেন ভান্ডারী(৫০),ও একই এলাকার শেখ লিটন।এদিকে আশুলিয়ার পুলিশ সুত্রে জানা যায়,রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তাসংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ির সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছে থাকা ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ৭৮০ নগত টাকা উদ্ধার করা হয়।এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল হান্নান বলেন ,আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তবে উল্লেখ্য যে,আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে।সর্বশেষ তিনি গত ২৬শে মে ২০২৫ইং সকালে ১০ঘটিকার দিকে আশুলিয়ার আউকপাড়া থেকে ২৬৮ পুড়িয়া গাঁজা ,১গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।তাছাড়া গ্রেফতার হওয়ার মাত্র একমাসের মাথায় জামিনে এসে পুনরায় সংগবদ্ধ হয়ে মাদক ব্যবসা পরিচালনা শুরু করেন।
বাংলাদেশ সময়:০৩:১৫ মিনিট
২৩শে জুলাই ২০২৫ইং
এএসইটি/বিসিএন