যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় জিয়া ফকির(৪৫)নামে এক চরমপন্থী সদস্য কে হত্যা করে বলে জানান এলাকাবাসী।গত শুক্রবার(০৩ইনভেম্বর২০২৩ইং)রাত আনুমানিক ১০ঘটিকার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত চরমপন্থীর সদস্য জিয়া ফকির(৪৫)এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে।পুলিশ তথ্যসূত্র থেকে জানা যায় নিহত জিয়া ফকির(৪৫)নিষিদ্ধ সংগঠন চরমপন্থি দলের সদস্য ছিলেন।তার নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা চলমান আছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাতে জিয়া ফকির(৪৫)রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসে ছিলেন।এসময় আনুমানিক রাত ১০ঘটিকার দিকে মোটরবাইক যুগে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে সটকে পড়ে।সন্ত্রাসের ছোরা বোমা তার শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই জিয়া ফকির(৪৫)নিহত হয়।এলাকার স্থানীয় তথ্যে সূত্রে জানা যায়,রানাগাতী গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের(৪৫)নামে একটি বাহিনী আছে।সেটি জিয়া বাহিনী নামে পরিচিত।তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে।জিয়া ফকির(৪৫)দীর্ঘদিন গ্রেফতারের ভয়ে ঢাকায় পলাতক ছিলেন।মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এ,বি,এম মেহেদী মাসুদ বলেন,কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মেরেছেন।ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এছাড়াও জিয়া ফকির(৪৫)চরমপন্থি দলের একজন সক্রিয় সদস্য ছিলেন।তার নামে কমপক্ষে হত্যাসহ চারটি মামলা আছে।কারা ও কেন এই বোমা হামলা চালিয়েছে, বিষয়টি ক্ষতিয়ে না দেখা পযন্ত এই মুহূর্তে বলা যাচ্ছে না।