জেলা প্রতিনিধি(যশোর)।
যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত রায়পুরে এক নারীর সঙ্গে অশোভন আচরণ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন(৫২) গণপিটুনির শিকার হয়েছেন।ঘটনাটি দু’দিন আগে ঘটলেও ওই নেতা গোপনে চিকিৎসা নিয়ে এখন অজ্ঞাত স্থানে অবস্থান করছেন বলে জানা যায়।এলাকাবাসী তথ্যসূত্র থেকে জানা যায়,যশোর বাঘারপাড়ার রায়পুর বাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের‘আফরোজা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান আছে।সেখানে ৩ই ফেব্রুয়ারি ২০২৫ইং সন্ধ্যার পর পাশের নলডাঙ্গা গ্রামের এক গৃহবধূ এসেছিলেন প্রাথমিক চিকিৎসার জন্য।সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন(৫০)অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ করলে সাথে সাথে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ মোবাইল ফোনে তার স্বজনদের কাছে বিষয়টি অবগত করেন।পরবর্তী স্বজনরা খবর পেয়ে তার নলডাঙ্গা গ্রামের লোকজন এসে বিল্লাল হোসেন’কে অশালীন আচোরনের জেরে বেধড়ক পিটুনি দেন।পরে তাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এদিকে গণপিটুনি খাওয়া ওই আওয়ামী লীগের নেতা বিল্লাল হোসেন (৫০)যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিল্লাল হোসেন অজ্ঞাত স্থানে গা ডাকা দেন।এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়,একটি মামলায় গ্রেপ্তার হয়ে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন(৫০) কারাগারে ছিলেন।জামিনে কারামুক্ত হওয়ার কয়েকদিনের মাথায় তিনি এ ঘটনা ঘটালেন। এখন বিল্লাল কোথায় অবস্থান করছেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।তাছাড়া বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফকির তাইজুর রহমান বলেন,আমি গতকাল বিকেলে এই থানায় যোগ দিয়েছি।এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।তবে গোয়েন্দা সংস্থার বাঘারপাড়ায় কর্মরত ফিল্ড অফিসার জানান,তিনি ঘটনাটি শুনেছেন।বিল্লাল নিজ বাড়ির কাছাকাছি অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে তাদের ধারণা।এদিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)আবুল বাশার্র কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি জানান,বিল্লালের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।