1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

স্বস্তির ঈদেও মায়েদের চোখে অশ্রু,দেশের মাটিতে খুনিদের বিচার হবে,মন্তব্য:জামায়াতে আমির।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর বায়তুল মোকারম মসজিদে ৩১শে মার্চ পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান উপস্থিতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখের পানি ঝরছে,এতিম সন্তানদের চোখে পানি ঝরছে,বাবার চোখের পানি ঝরছে,ভাই বোনের চোখের পানি ঝরছে।আর যারা এ অপকর্মের সাথে জড়িত যারা খুনি তাদের বিচার অবশ্যই এদেশের মাটিতেই হতে হবে।এছাড়া দেশবাসী এবং দেশের বাইরের প্রবাসী সমস্ত মুসলমান দের ঈদ মোবারক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন,দীর্ঘ ১৬বছর আল্লাহ তায়ালা’র অশেষ মেহেরবানীতে আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি।এ জন্য শুকরিয়া জানাই।যাদের আত্বত্যাগ ও আহতসহ পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ।আল্লাহর দরবারে দোয়া করি যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করুন।আর যারা আহতসহ পঙ্গু হয়েছে।রাব্বুল আলামীন যেন তাদের সুস্থতা দান করেন।বিশেষ করে শহীদের পরিবার গুলো যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।তাছাড়া বাংলাদেশ জামায়েত ইসলামির আমীর ডা.শফিকুর রহমান আরো বলেন,ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের।রাসুল পাক(সা:)এর উম্মতের জন্য দুটি ঈদ বিশেষভাবে উপহার দিয়েছেন মহান রাব্বুল আলামীন।কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন।আমরা অনেকে যখন স্বস্তির ঈদুল ফিতর উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে,এতিম সন্তানদের চোখে পানি ঝরছে,বাবার চোখের পানি ঝরছে,ভাই বোনের চোখের পানি ঝরছে।এ পানিগুলো কেন ঝরছে আমরা সবাই জানি।তাছাড়া যারা অপকর্ম করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক।তবে এটা ঠিক যারা খুনি তাদের বিচার অবশ্যই দেশের ভূখণ্ডে হবে।খুনের বিচারটা দেখলে ভবিষ্যতে খুনি মানুষের জীবন নিয়ে খেলা করার দুঃসাহস আর দেখাবেনা,এটাই দেশের জনগণ দেখতে চায়।যদি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো-আহত লোকগুলো দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তবা তারা কিছু সান্তনা পাবে।ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন,আগামীতে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হলি খেলা হবে না।মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না।যেখানে মানুষ মর্যাদা, ভালোবাসা সমতার ভিত্তিতে বসবাস করবে, ধর্ম বিবেচনায় কোনো মানুষকে অপমান করা হবে না,তার অধিকার কেড়ে নেওয়া হবে না। সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।এটা শুধু আল্লাহর কোরআনের নীতিতে সম্ভব।আমরা সে ধরনের একটা সমাজের জন্য লড়াই করছি।তিনি বলেন, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত সমাজ চাই।এ সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ-দখলদারমুক্ত সমাজ গড়তে হবে।এ ব্যাপারে আমাদের কোনো আপস নেই।এ কথা আমার নিজের বিপক্ষে গেলেও বলতে হবে।এ সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই।সেই দেশগঠনে দেশবাসীর সহযোগিতা চাই।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন,ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতারাসহ আরো অনেকেই।

বাংলাদেশ সময়:০৩.২৭ মিনিট,
মার্চ ৩১শে,২০২৫ইং
সিআর/বিসিএন/ইএফ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত