সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়ন এলাকায় মোঃ আব্দুল মালেক(৩৫)নামক এক স্বর্ণের গহনা তৈরির কারিগর’কে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় সন্দেহভাজন একজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন সাভার মডেল থানার পুলিশ।(২১শে জুন ২০২৫ইং) শনিবার আনুমানিক বিকেল ৩ ঘটিকার দিকে সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে বলে জানান প্রত্যক্ষদর্শী।তাছাড়া তিনি ছোলাই মার্কেটের একটি দোকানে গহনা তৈরির কাজ করতেন বলে জানা গেছে।এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,বিকেলে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরবর্তী পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করেন,এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।তাছাড়া ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত ভাবে বলা যাবে আসলে হত্যা নাকি আত্মহত্যা।এদিকে সাভার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন,এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত থেকে নিহতের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিয়া বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড,তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০৯:১০ মিনিট,
২১শে জুন ২০২৫ইং,
এইচএমএস/বিসিএন,