1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা। সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার। সাভার সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাভারের শীর্ষ সন্ত্রাসী টুটুল ৭ রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার। সাভার উপজেলা সমাজ সেবার আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সেমিনার। সাভার ভাকুর্তা ইউনিয়ন এলাকায় স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। চিকিৎসার অভাবে মৃত্যুর দিন গুনছে দিনমজুর পিতার কন্যাশিশু সামিয়া আক্তার। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,নারী-পুরুষসহ দগ্ধ ৬।

সাভার পৌর এলাকায় হুজুরের ছদ্মবেশের আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

সাভার প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে মাদক ব্যবসার নতুন ফন্দি এঁটেছে মাদক ব্যবসায়ীরা।এবার পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা এখন সুন্নতি পোশাক পড়ে হুজুরের ছদ্ধবেশ ধরেছেন এক মাদক ব্যবসায়ী।তবে পুলিশের চোখ ফাকি দিতে পারেনি এই ভন্ড সুন্নিবেসে মাদক ব্যবসায়ী।গত
বৃহস্পতিবার(১০ই জুলাই ২০২৫ইং)সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার দিকে এ রকমই এক হুজুরবেশী শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল।গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী র নাম মোঃ জালাল আহমেদ(৬৩)।তিনি সাভার পৌর গেন্ডা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে।অবশেষে পুলিশের অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েন মৃত আব্দুল আলীর ছেলে জালাল আহমেদ(৬৩)।যার আনুমানিক মূল্য দের লক্ষ টাকা।এবিষয়ে শুক্রবার(১১ই জুলাই ২০২৫ইং) সকালে এর সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ জুয়েল মিঞা।তিনিআরো বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার দিকে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এ অভিযান চালায়।তিনি‘হুজুরের ছদ্মবেশ ধারণ করে মাদক ব্যবসায়ী জালাল আহমেদ(৬৩)দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন.তাছাড়া বেশ-ভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র কোনোরকম উপায় নেই।পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি,সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী।অথচ এ বেশের আড়ালে তিনি ছিলেন একজন ভয়ানক ইয়াবার পাইকারি বিক্রেতা।এদিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করেন।গ্রেফতারকৃত জালাল পুলিশকে জানান,দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত।প্রতিসপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকেঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদকব্যবসায়ী র কাছে পাইকারি দামে বিক্রি করেন।ছদ্ম বেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।তার দেওয়া তথ্যে আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়ঃ ০৩:১৫ মিনিট
১১ই জুলাই ২০২৫ইং
এমএসবিইটি/বিসিএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং