স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার(২০শে জুলাই ২০২৫ইং)বেলা আনুমানিক ৩ ঘটিকার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।গ্রেপ্তার কৃত ব্যক্তিরা বর্তমানে পল্লবী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।তবে পুলিশ এখনও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ না করলেও একটি সূত্র জানিয়েছে,তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি করে পালানোর চেষ্টা করছিল।ধারণা করা হচ্ছে,অভিযুক্তদের মধ্যে প্রকৃত কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকতে পারেন।এছাড়া গোপন সূত্র থেকে আরও জানা যায়,তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন,ডায়মন্ড জুয়েলারি,স্বর্ণালংকার,ল্যাপটপ,তিনটি ঘড়ি,প্রসাধনী সামগ্রী,কয়েকটি ইয়াবা ট্যাবলেট,হেডফোন সেট ও পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শফিউল ইসলাম গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন,চারজন আটক রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না,সে বিষয়ে গভীর ভাবে জানার চেষ্টা চলছে।এছাড়া ঘটনার বিষয়টি সঠিক তথ্য না জানা পর্যন্ত এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০২:৪০ মিনিট
২১শে জুলাই ২০২৫ইং
এমএস/বিসিএন