1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুরে মহাসড়ক অবরোধ,দূরপাল্লার যান চলাচল বন্ধসহ যাত্রীদের ভোগান্তি। আফগানিস্তানে ভূমিকম্পে বিপর্যস্ত জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। সাভার অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদন করা প্রতিষ্ঠানে অভিযান:দুইজন বিনাশ্রম কারাদণ্ড। বিপি নুরের ওপর আইনশৃংখলা রক্ষাবাহিনির হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশল। চট্টগ্রাম সীতাকুণ্ডে অস্ত্রের কারখানার সন্ধান,দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪। মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ। সাংবাদিককে হত্যাচেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন,দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। বেগম খালেদা জিয়ার জন্মদিনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আন্তরিক শুভেচ্ছা। ঢাকা ১৯ সংসদীয় আসন থেকে ২টি ইউনিয়ন বাতিলের প্রতিবাদে বিরুলিয়ায় মানববন্ধন। সারাদেশে বাড়ছে সাংবাদিকদের ওপর হামলা।

সাভার অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদন করা প্রতিষ্ঠানে অভিযান:দুইজন বিনাশ্রম কারাদণ্ড।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
ঢাকার সাভারে বিএসটিআইয়ের অনুমোদনহীন একটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য আইসক্রিম ও আইসললি প্রতিষ্ঠানে উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।এসময় অনুমোদনহীন প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা হেলাল ও নাঈম হোসেন’কে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।গত বুধবার(৩ই সেপ্টেম্বর ২০২৫ইং)বিকেলে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিম নগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো নামক একটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন সাভারউপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার।অভিযান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে শিশুখাদ্য আইসক্রিম,কুলফি ও আইসললি উৎপাদনসহ বাজারজাত করে আসছিলো।তাছাড়া এসব অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করা শিশুখাদ্য খেয়ে এলাকায় বসবাসরত অনেক শিশু অসুস্থ হয়ে পরে এমন অভিযোগ তুলে ধরেন স্থানীয় এলাকাবাসী।পরবর্তীতে অভিযোগের উপর ভিত্তি করে অনুমোদনহীন প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।এছাড়া প্রতিষ্ঠানটির কোন প্রকার বৈধ কাগজপত্র ছিল না।তাছাড়া অবৈধভাবে লাভেলা আইসক্রি মের মোড়ক ব্যবহার করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে বাজারজাত করে আসছিল এই নিবন্ধনহীন প্রতিষ্ঠানটি।বিষয়টি সরজমিনের তথ্যচিত্র অনুযায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হয়।পরে প্রতিষ্ঠানটির মেনেজার হেলাল নামক একজন’কে ১ বছর ও সহকারী ম্যানেজার নাঈম কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ অভিযান কালে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশন(ভুমি)সাদিয়া আক্তার,সাভার রাজস্ব সার্কেল সহকারী কমিশন(ভুমি)আবদুল্লাহ আল মামুন, আমিনবাজার রাজস্ব সার্কেল সহকারী কমিশন(ভুমি) শাহাদাৎ হোসেন খান ও সাভার মডেল থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছেলেন।

বাংলাদেশ সময়:০২:১৫ মিনিট,
৪ই সেপ্টেম্বর ২০২৫ইং
এসআরএস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত