জেলা প্রতিনিধিঃ(ভাংগা)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে অত্র এলাকার মানুষ।এ ঘটনার প্রতিবাদে শুক্রবার(৫ই সেপ্টেম্বর ২০২৫ ইং)সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে প্রতিবাদকরেন স্থানীয় এলাকাবাসী।এতে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার অন্তত ১৬টি জেলার যানবাহন আটকা পড়েছে।মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্থানীয় এলাকাবাসী জানায়,আমাদের ইউনিয়নকে বিচ্ছিন্ন করে তাদের মা-মাটিকে আলাদা করার একটি গভীর ষড়যন্ত্র চলছে।এ ঘটনা তারা কোনোভাবেই মানবেন না।তাদের দাবি,পুনরায় সংশ্লিষ্ট ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার আওতায় অবিলম্বে ফিরিয়ে আনা হোক।তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান বিক্ষোভে অংশগ্রহণ নেওয়া এলাকাবাসী।এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রোকিবুজ্জামানের কাছে বিসিএন নিউজ ২৪ এর প্রতিনিধি জানতে চাইলে তিনি জানান, সকাল ৮ঘটিকার সময় থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয় এলাকাবাসী।এছাড়াও মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়র মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।তিনি আরও বলেন,ভাঙ্গার দুটিইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কয়েকটি গ্রামের স্থানীয় বাসিন্দা।তাছাড়া এ বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী আনুষ্ঠানিক ভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে,তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন বলে কঠিন হুশিয়ারি দিয়েছেন।
বাংলাদেশ সময়:০১:৫৫ মিনিট
০৫ই সেপ্টেম্বর ২০২৫ইং
এফআরএস