1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

সারাদেশে ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু,বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩০৩৩ জন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।
ঢগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিন হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।সোমবার (২৫শে সেপ্টেম্বর২০২৩ইং) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো তথ্যে ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।এতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ৩৩ জনের মত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে ঢাকা ৮০১ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ২৩২ জন।গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট তিন হাজার ৩৩৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানান।
এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ৩৭৩ জন ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু রোগীর বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পযন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে নয় জন ঢাকাতে এবং ১০ জন ঢাকার বাহিরে বিভিন্ন হাসপাতালে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে ঢাকাতে ৬১২ জন এবং ঢাকার বাইরে ৩১৬ জন।চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৭৫৮ জন। এরমধ্যে ঢাকাতে ৭৯ হাজার ৭১৬ জন ও ঢাকার বাইরে এক লাখ ১১ হাজার ৪২ জন।চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল এক লাখ চার হাজার ২০১ জন ছাড়পত্র পেয়েছেন।বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ১৪৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে তিন হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৫২৫ জন।এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার পাঁচ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত