নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেলকলেজ ও হাসপাতাল (টফোর্ড)এর সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মোঃ সোহাগ(৩৯)নামক ব্যবসায়ী হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ।রোববার(১৩ই জুলাই ২০২৫ইং)সকালে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-রাজিব ও সজিব।দুজনই এ মামলার এজহারভুক্ত আসামি।ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আজ তাদের গ্রেপ্তার করা হয়।এ নিয়ে ভাঙারী ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি)মোহাম্মদ জসীমউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত ৯ই জুলাই ২০২৫ইং সন্ধ্যায় রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল সন্ত্রাসী লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পরবর্তী মৃতু নিশ্চিত করতে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে।শুধু তাতেই খ্যান্ত ছিলোনা হত্যাকারীরা,এ সময় লাশের ওপর তাদের লাফাতে দেখা যায়।গত ১১ই জুলাই ২০২৫ইং পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবংরাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন(৪১)ও তারেক রহমান রবিনকে(২২)গ্রেপ্তার করেন।এসময় গ্রেপ্তার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)আলমগীর(২৮)ও মনির ওরফে ছোট মনির(২৫)নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন।গত শনিবার(১২ই জুলাই ২০২৫ইং)রাতে মোঃ টিটন গাজী (৩২)নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।এ নিয়ে মোট সাতজনকে এ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০৩:১৫ মিনিট
১৩ই এপ্রিল ২০২৫ইং
এমএফইএস/বিসিএন