1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ:আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে বিএনপি মহাসচিবের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।বুধবার (৪ অক্টোবর ২০২৩ইং) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, মঙ্গলবার বিকেলে বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে।এছাড়া এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন।আমি এর তীব্র প্রতিবাদ সহ নিন্দা প্রকাশ করি।তিনি আরও বলেন,গতকাল গণমাধ্যম সূত্রে আমি জানতে পেরেছি যে,সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘আইনমন্ত্রী এক সময় বলেছিলেন,দণ্ড স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই।এটা পারেন শুধুই আদালত।
অথচ তার কিছুদিন পর নির্বাহী আদেশে দেশনেত্রী বাসায় এসেছিলেন।ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। কারণ আমি কোথাও এ ধরনের কথা বলিনি।তিনি আরও বলেন,আমি কথা বলার সময় আমার সব বক্তব্য রেকর্ড করা থাকে বলে আমি ২০১৬ইং সাল থেকে আজ পর্যন্ত কী বক্তব্য দিয়েছি,সেগুলো চেক করেছি।সেখানে কোথাও এ বক্তব্য নেই।আমি একজন আইনজীবী এবং বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি আইন-কানুন আমার জানা,তাই আমার পক্ষে এ রকম কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন। ২০০৮ সালে ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন,তখন তিনি দণ্ডপ্রাপ্ত আসামি ও কয়েদি ছিলেন না। তখন তিনি সেনা সমর্থিত সরকারের চাপিয়ে দেওয়া সব কটি মামলায় জামিনে ছিলেন।ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকব বলেন, ব্যারিস্টার তাপস শেখ হাসিনার শুধু আইনজীবীই ছিলেন না,তিনি আইনজীবী টিমের সমন্বয়ক ছিলেন।তিনি জানিয়েছেন,ওই সময়ে সবগুলোতে বেলবন্ড দেওয়ার পর তিনি(শেখ হাসিনা) মুক্ত হয়েছিলেন।তখন তাকে কোনো শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়নি।সে সময়ে বিদেশে যাওয়ার বিষয়ে তার কোনো বাধা-নিষেধ ছিল না।তাই ২০০৮ইং সালে তার বিদেশ যাওয়ার জন্য কোনো অনুমতি ও নির্বাহী আদেশের দরকার হয়নি।
তিনি বলেন,আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনা বিদেশে গেছেন এবং সেভাবে তিনি ফিরে এসেছেন। বরং ২০০৭ইং সালে বিএনপির নিয়োগ করা জেনারেল মঈন উ আহমেদ ও তার পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেলে তাকে দেশে ফিরতে দেয়নি। তিনি সেটাকে চ্যালেঞ্জ করে দেশে ফিরে এসেছিলেন এবং শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে কিন্তু মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।সে ঘটনা আপনারা সবাই জানেন।বিএনপি মহাসচিব মন্ত্রী বলেন, মির্জা ফখরুল একটি দলের মহাসচিব। তার ভালো করে জেনে-শুনে-বুঝে জনগণকে তথ্য দেওয়া উচিত। তার কাছ থেকে জনগণ আশা করে বস্তুনিষ্ঠ তথ্য। জনগণ তার কাছ থেকে অসত্য-বিভ্রান্তিকর তথ্য আশা করে না। আমরা আশা করি, অসত্য মিথ্যা, ভুল তথ্য দিয়ে জনগণকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত