কাশিমপুরের বাগবাড়ি মাদ্রাসা রোড এবং আশুলিয়ার তাজপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডেসক্রিপশন কোম্পানি। বৃহস্পতিবার (১২ অক্টোবর)সকাল থেকে গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি মাদ্রাসা রোড এবং আশুলিয়া তাজপুর এলাকায়
প্রায় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়
এসময় বিপুল পরিমাণ নিম্নমানের অবৈধ চুলা,পাইপ,রাইজার জব্দ করা হয়।সাভার তিতাস গ্যাস আশুলিয়া জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলি আবু সাদাত মোহাম্মদ সায়েম মোল্লা বলেন, কাশিমপুর থানাধীন বাগবাড়ি মাদ্রাসা রোড এলাকায় একাধিক বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,আজকেও প্রায় পাঁচ শতাধিক বাড়ির সংযোগ বিছিন্ন করা হয়েছে। এবং নিম্নমানের পাইপ ও রাইজিং জব্দ করা হয়েছে।নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনের কর্মকর্তা আনিসুর রহমান ও আব্দুল মান্নান সহ প্রায় ৩০ জনের একটি অভিযানিক দল।এসময় কাশিমপুর থানা পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা সহ সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।