সাভার থানাধীন ছায়াবীথি এলাকায় হৃদয় নামের এক ব্যবসায়ীকে দুই পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।শুক্রবার(২০শে অক্টোবর ২০২৩ইং)রাত আনুমানিক১০.৩০ঘটিকার সময় এঘটনা ঘটে,পরে হামলার শিকার ব্যাবসায়ী হৃদয়কে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।এলাকার স্থানীয় সুত্র থেকে জানা যায় ব্যাবসায়ী হৃদয় কাজ শেষে বাড়ি ফিরার পথে আগ থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা ধরে নিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়,আহত ব্যাবসায়ী হৃদয় ছায়াবীথির স্থানীয় বাসিন্দা মোঃ লাল্টু
লাল মিয়ার ছেলে,এবিষয় হামলায় শিকার ব্যাবসায়ী হৃদয় গণমাধ্যম কে জানান,পারিবারিক পূর্বশত্রুতার বিরোধের জের ধরে মাতাইল্যা গ্রামের ছাত্রলীগ নেতা জাকির হোসেন সহ ১০ থেকে ১২জন এহামলার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন,এসময় তাদের হাতে ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে জানান তিনি।এছারাও এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরী বিভাগের কর্তবর্তর ডাক্তারের কাছে প্রশ্ন করলে তিনি বলেন রোগীর অবস্থা আশংকাজনক দুই পায়ের রগ কাটা পরায় অবস্থা খুবই খারাপ বলে জরুরী ভাবে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে,এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা কে প্রশ্ন করলে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন ছায়াবীথির রগ কাটার ঘটনা শুনেছি, এব্যাপারে আহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি,আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনি ব্যাবস্থা গ্রহন করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।