গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদে গভীর শোক পালন করা হয়েছে।রোববার(২২শে অক্টোবর ২০২৩ইং)বিকেল ৪ঘটিকার সময় মাননীয় সাংসদ স্পিকার ডা.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনের শুরুতে আনা প্রস্তাবে এ শোক পালন করা হয়।এ শোক প্রস্তাবে মাননীয় সংসদ স্পিকার ড.শিরীন শারমিন বলেন,গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে,এছাড়াও হতাহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।এ ছাড়া মরক্কো ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প,লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যা,ভারতের সিকিমে ভারী বর্ষণ ও বন্যা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ,সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।বিকেল ৪ঘটিকার সময় সাংসদ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।এর আগে বিকেল ৩ঘটিকার সময় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেছেন।