রাজধানীতে দুই রাজনৈতিক দলের পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ সাভার মডেল থানাধীন আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন তল্লাশি করছে পুলিশ।শুক্রবার(২৭শেঅক্টোবর২০২৩ইং)সকাল ৮ঘটিকা সময় থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।এ সময় বিভিন্ন জেলা থেকে আগত ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস,গণপরিবহন,প্রাইভেটকার,হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।এ তল্লাশী চলাকালীন এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি এবং সড়কে যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।এছাড়া চেকপোষ্টে দায়িত্বরত থাকা সাভার মডেল থানার পুলিশব পরিদর্শক(তদন্ত)আব্দুর রাশিদ বলেন,আগামীকাল রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে।কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনোরকম নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে,তাই নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে,এতে সাধারণ মানুষের জানমালের স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য,আগামী(২৮শেঅক্টোবর২০২৩ইং)রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে।এছাড়াও মতিঝিল এলাকায় একি সাথে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতের নেতাকর্মীরাও।এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সংগঠনে টান টান উত্তেজনা বিরাজ করছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।