পৃথক দুইটি হামলায় নাইজেরিয়ায় কমপক্ষে ৩৭ জন গ্রামবাসীকে হত্যা করেছে ইসলামিক চরমপন্থী বিদ্রোহী গ্রুপ বোকো হারামউগ্রবাদীরা ইয়োবে রাজ্যের গেইদাম জেলার গ্রামবাসীদের লক্ষ্য করে এ হামলা চালায়।এ ঘটনার গ্রামের এক প্রত্যক্ষদর্শীরা জানান,প্রথমে গুলি করে ১৭ জনকে হত্যা করে।পরে ওই ১৭জনের মরদেহ দাফনে যোগ দিতে যাওয়া আরও ২০ জনকে হত্যা করে ইসলামিক চরমপন্থী বিদ্রোহী গ্রুপ বোকো হারামের সন্ত্রাসী গ্রুপ।গ্রামের স্থানীয় বাসিন্দার তথ্যসূত্র জানা যায়,সোমবার গভীর রাতে গিদামের প্রত্যন্ত গুরোকায়েয়া গ্রামে প্রথম হামলার ঘটনাটি ঘটে,যেখানে বন্দুকধারীরা গ্রামবাসীর উপর গুলি চালায়,এ সময় ১৭ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।তিনি আরও জানান,গত মঙ্গলবার অন্তত ২০ জন আগের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ১৭ জন গ্রামবাসীর দাফনে যোগ দিতে গিয়েছিলেন।দাফন শেষে সেখান থেকে ফেরার পথে তাদের গাড়ি একটি ল্যান্ড মাইনে চাপা দিলে বিস্ফোরণে সকলেই অন্তত গারিতে থাকা ২০জন নিহত হোন।এ নিয়ে নিহতদের সংখ্যা চল্লিশ জনেরও বেশি বলে দাবী করেন তারা।তবে প্রতিবারের মত এই হামলার পরও কর্তৃপক্ষ সরকারিভাবে মৃতের সংখ্যা জানাতে পারেননি।
ইয়োবে রাজ্যসরকার বুধবার হামলার পর এক জরুরি নিরাপত্তা সভা আহ্বান করে যেখানে প্রতিবেশী রাজ্য বোর্নো থেকে চরমপন্থীরা প্রবেশ করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।ইয়োবের নিরাপত্তা সহকারী আবদুল সালাম দাহিরু গণমাধ্যমে জানান,আক্রান্ত এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং ভবিষ্যত হামলা ঠেকাতে আমরা জরুরী পদক্ষেপ গ্রহণ করছি।নাইজেরিয়ার এই অঞ্চলটি ১৪ বছর ধরে এই চরমপন্থী বিদ্রোহী গ্রুপটি দ্বারায় হামলায় শিকার হতে হচ্ছে অনেক নিরীহ গ্রামবাসীকে।