1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

গলায় রশির দাগ,অভিনেত্রী হুমায়রা হিমুর বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)এবিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব শুক্রবার(৩ইনভেম্বর২০২৩ইং)সকালে রাজধানীর মোহাম্মদ এলাকা থেকে হুমাইরা হিমুর বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করা হয়।হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার(২ইনভেম্বর২০২৩ইং)থেকে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।তার আটকের বিষয়ে বিকেলে বিস্তারিত জানান র‍্যাব(২ইনভেম্বর২০২৩ইং)বিকেলে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে হুময়ারা হিমুকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিকেল আনুমানিক ৪ঘটিকা ৩৫ মিনিটে হুমাইরা হিমুর বন্ধু জিয়াউদ্দিন ও লাইনম্যান মিহির তাকে হাসপাতালে নিয়ে যান।এরপর উপস্থিত চিকিৎসক হুমায়রা হিমুকে মৃত ঘোষণা করেন।তবে,এ সময় এই অভিনেত্রীর গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় চিকিৎসক পুলিশকে খবর দেন।তখন হুমায়রা হিমুর বন্ধু পুলিশের খবরের বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।এই অভিনেত্রীর মৃত্যুর কারন এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।জরুরী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন,হুমাইরা হিমুর মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।এদিকে পুলিশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ বলছে এটি আত্নহত্যা। হুমায়রা হিমুর শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা।তাছাড়া হুমাইরা হিমুর হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু জিয়াউদ্দিনের বিষয়ে এখন পর্যন্ত খুব বেশিকিছু জানা যায়নি।এদিকে বিনোদন পাড়া সংশ্লিষ্টরা ও তার খালা বলেছেন,হুমায়রা হিমু বিগো লাইভে নামের একটা অ্যাপে লাইভ করতো।সেখান থেকেই দুজনের পরিচয়।বিগো লাইভে রুফি নামেই অ্যাকাউন্ট ছিল হুমায়রা হিমুর বন্ধুর।অন্যদিকে,অভিনয় শিল্পী প্রাণ রয় গতকাল হুমায়রা হিমুর বন্ধুর নাম উরফি জিয়া বলে সম্বোধন করেছিল।আজ শুক্রবার(৩ই নভেম্বর ২০২৩ইং)ঢাকায় জানাযা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীতে এই অভিনেত্রীর দাফনের কাজ সম্পন্ন করা হবে।এছাড়াও গতকাল রাতে হাসপাতালের হিমঘরে রাখা হয় অভিনেত্রী হুমাইরা হিমুর মরদেহ।হুমায়রা হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন তিনি।তাকে অসংখ্য টিভি নাটকে দেখা গেছে।এর মধ্যে ডিবি,সোনাঘাট,চেয়ারম্যান বাড়ি,বাটিঘর,শোনে না সে শোনে না,মাধ্যমে হিমুর চলচ্চিত্রের বড় পর্দায় অভিষেক হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত