1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

আশুলিয়ায় ভূমিদস্যু ইকবাল সরকার আটক

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

আশুলিয়ার তাজপুরে অন্যের জমিতে নির্মান কাজে বাধা,শ্রমিদের মারধর,লুটপাট ও জমি দখলের পায়তারার অভিযোগে ইকবাল সরকার ও দেলোয়ার সরকার নামে ২ জন ভূমিদস্যু কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।(৫ইনবেম্বর২০২৩ইং)রবিবার সকালে ঢাকার আশুলিয়া থানা তাঁজপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।আটক কৃত দুই ব্যক্তি আশুলিয়ার তাঁজপুর গ্রামের কছিম উদ্দিন সরকারের ছেলে ইকবাল হোসেন সরকার(৪০)দেলোয়ার হোসেন সরকার(৩৫)।এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়া থানার জিরাবো এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমানের ছেলে দেওয়ান রাজু আহমেদ(৪৫) একই থানার তাঁজপুর মৌজার আরএস ১৬২ দাগের ১৯ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত দখল সুত্রে জমিতে আধাপাকা ভবন নির্মান করে বাউন্ডারী ওয়াল দিয়ে ভোগ দখল করে আসছে।এমতাবস্থায় অভিযুক্ত ইকবাল হোসেন সরকার ও দেলোয়ার হোসেন সরকারের বাড়ির পাশে জমি হওয়ায় তারা জমির মালিকে কাছে চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা না দেওয়ায় জমিটি দখল করতে চেষ্টা চালায় এবং দেওয়ান রাজুর কেয়ারটেকারকে মারধর করে রাতের আঁধারে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে অভিযুক্ত ইকবাল গং।গতকাল(৪ নভেম্বর)দুপুরে উক্ত জমিতে বাড়ির কেয়ারটেকার এবং একই থানার তৈয়বপুর গ্রামের আব্দুস সামাদ প্রামানিকের ছেলে শ্রমিক সর্দার মো: আব্দুল আলিম(৪৩)অন্যান্য শ্রমিকদের সাথে নিয়ে জমিতে সংস্কার ও নির্মান কাজ করতে যান।এ সময় অভিযুক্ত সন্ত্রাসী ও ভূমি দস্যু ইকবাল হোসেন সরকার ও দেলোয়ার হোসেন সরকার সহ ৪/৫ জন দুর্বৃত্তদের সাথে নিয়ে আব্দুল আলিম ও কেয়ারটেকার জাকিরের উপর হামলা চালায়।এ সময় তারা আলিমকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং সন্ত্রাসী ইকবাল লোহার রড দিয়ে পিটিয়ে আলিমের ডান হাত ভেঙ্গে ফেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল আলিম ও জাকিরকে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় আশুলিয়া থানায় আজ(৫ইনভেম্বর২০২৩)ইং তারিখ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-৯।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইকবাল হোসেন সরকার ও দেলোয়ার হোসেন সরকারকে তাঁজপুর থেকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।এব্যপারে দেওয়ান রাজু আহমেদ জানান, দির্ঘদিন যাবৎ ইকবাল ও দেলোয়ার গং সহ আরো ভ‚মি দস্যু ও সন্ত্রাসীরা আমাকে নানাভাবে হয়রানী করে আসছে এবং আমার কাছে তারা বিভিন্ন সময় চাঁদা দাবি করেছে আসছে। আমি তা দিতে রাজী না হওয়ায় আমার উপর ক্ষ্রীপ্ত হয়েই তারা এহামলা চালায়।এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক শ্রী ভজন রায় জানান থানায় মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত