1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

আশুলিয়া থানার উপপরিদর্শক হাসানের নেতৃত্বে ছয় জুয়ারি আটক

শাহাদাৎ হোসেন সরকার(আশুলিয়া)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮৩ বার পড়া হয়েছে

আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রকাশ্যই জুয়া খেলার সময় ছয় জুয়ারি কে আটক করেছে আশুলিয়া থানার চৌকস অফিসার আব্দুল হাসান সহ সঙ্গীয় ফোর্স।এজাহার সুত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি চলাকালে ০৭/১১/২০২৩ ইং তারিখ রাত ০১:০৫ মিনিটের সময় আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করলে গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় জুয়ারী বাইপাইল পশ্চিমপাড়া মোঃ রফিকুল ইসলাম এর টিনসেড ঘরের ভিতর টাকার বিনিময় তাস দ্বারা জুয়া খেলতে ছিল।উক্ত সংবাদ পর তাৎক্ষনিক
ভাবে রওয়ানা হইয়া একই তারিখ ০১:৪০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা আত্মগোপনের চেষ্টা করে,পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ছয়জন আসামীকে আটক করা হয়।উক্ত আসামীদের মধ্যে প্রধান আসামি মোঃ শাওন মণ্ডল(২৫)পালিয়ে যেতে সক্ষম হয়।জানা যায় তারা আসামীরা দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থল এলাকায় বিভিন্নস্থানে জুয়া খেলিয়া আসিতেছিল।আসামীগন পরস্পরের যোগসাজোশে পলাতক আসামীর সহায়তায় প্রকাশ্যে জুয়া খেলিয়া ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধে তাদেকে আটক করা হয়।আসামিরা হলেন১।মোঃ কফিল উদ্দিন(৪৫)পিতা-মোঃ নজর আলী শেখ,মাতা-সুফিয়া বেগম,সাং-বিশ্বাসপুর,থানা-দৌলতপুর,জেলা-মানিকগঞ্জ,বর্তমান সাং-বাইপাইল নামাবাজার আগাল মাষ্টার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,
জেলা-ঢাকা,২।মোঃ নাজমুল হোসেন(৫০)পিতা-মৃত আফতাব উদ্দিন,মাতা-সেফাতুন নেছা,সাং-রসুলগঞ্জ,বর্তমান সাং-বাইপাইল এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা,৩।মোঃ আনিসুর রহমান(৩০)কিন্তু শেখ,মাতা-হাজেরা বেগম,সাং-ঘুঘুরাকান্দি পশ্চিমপাড়া,থানা ও জেলা-শেরপুর,বর্তমান সাং-বাইপাইল নামাপাড়া,খানা-আশুলিয়া জেলা-ঢাকা,৪।মোঃ সিরাজ(২৯)পিতা-মোঃ নাসির উদ্দিন,মাতা-সেফালী,সাং-উত্তর আরা,থানা-দৌলতপুর,জেলা-মানিকগঞ্জ,বর্তমান সাং-বাইপাইল নামা বাজার আলম এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা(৩৮)পিতা-মৃত ফকির,মাতা-দেলোয়ারা,সাং-খুগী নো-মুক্তাগাছা,জেলা-ময়মনসিংহ,বর্তমানসাং-বাইপাইল আফসার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা ৬।মোঃ মজনু মিয়া(৪৫)পিতা-মৃত নুরুল ইসলাম,মাতা-রহিমা বেগম,সাং-মুচিয়া মামুদপুর,থানা-ঘাটাইল,জেলা-টাঙ্গাইল,বর্তমান সাং-বাইপাইল জাহাঙ্গীর এর বাটুর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা,৭।মোঃ নুর আলম ও সাব্বির(২৫)পিতা-তাম্বুল ইসলাম,মাতা-আলবেদাবেগম,সাং-বেনুঘাট,থানা-হ্যবাগাছা,জেলা-রংপুর,বর্তমান সাং-বাইপাইল নামাবাজার খাইরুল এর বাড়ী ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।এবিষয়ে আশুলিয়া নিয়মিত থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে যার নং ১৫/১১/২৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত