আশুলিয়া পোশাক শ্রমিক অসন্তোষে আশুলিয়া থানা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন,মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ মামলায় চার জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।শনিবার(১১ইনভেম্বর২০২৩ইং)সকাল আনুমানিক ১১ঘটিকার সময় এসব তথ্য জানিয়েছেন তিনি।শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ
সারোয়ার আলম বলেন,এ পর্যন্ত পোশাক শ্রমিক অসন্তোষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।এসব মামলা চার জনকে গ্রেফতার করা হয়েছে।এ মামলায় ১৬ জন এজাহার নামীয় ও বাকি সবাই অজ্ঞাতনামা আসামি।অজ্ঞাত কত জন আসামি রয়েছেন তা এখনো বলা যাচ্ছে না।কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে পুলিশ গ্রেফতার অভিযানে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।এছাড়া তিনি আরও বলেন,কিছু বন্ধ কারখানাগুলোতে শ্রমিকরা চলে যান এবং বিশৃঙ্খলা তৈরি করেন।এমন প্রায় ১০০টির মতো কারখানা অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে বলে জানান তিনি।তবে সাভার,আশুলিয়া ও ধামরাই মিলে প্রায়ই এক হাজার ৭৯২টি কারখানার ভেতর ১৩০টি কারখানা বন্ধ রয়েছে।এর মধ্যে কিছু কিছু কারখানা সাধারণ ছুটি ছিল এগুলো আগামীকাল খুলে দেবে বলে প্রকাশ করেন।তিন মামলায় অজ্ঞাত দেড় হাজার পোশাক শ্রমিক ও উসকানিদাতাদের আসামি করা হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন তিনি।