বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিনজন চোরাকারবারি কে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)সদস্যরা রোববার(১২ইনভেম্বর২০২৩ইং)সকালে বেনাপোল বারোপুতা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত-বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আনার উদ্দিনের ছেলে মোঃ আজমীর হোসেন(২১)একই এলাকার আলী কদমের ছেলে মোঃ জালাল উদ্দীন (৩৮)ও রুহুল আমিনের ছেলে মোঃ নুরুজ্জামান(৪০)এবিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড খুলনা-২১ (বিজিবি)ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিকেল সাড়ে ৩টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন,গতশনিবার(১১ইনভেম্বর২০২৩ইং)রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের বারোপুতা গ্রামে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য অবস্থান রওনা হচ্ছে চোরাকারবারি দল।পরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের তিন আরোহীকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের দেহ তল্লাশি করে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৬ লাখ টাকার সমপরিমান।গ্রেফতারকৃত আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।