চট্টগ্রাম(হাটহাজারী)৫-আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা ও গণসংযোগের সময় তিনটি গাড়ি হভাঙচুরের অভিযোগ উঠেছে।এতে গাড়িতে থাকা চারজন আহত হয়েছেন।গত মঙ্গলবার(২ই জানুয়ারি ২০২৪ইং)সন্ধ্যায় আনুমানিক ৭ঘটিকার সময় হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী।হামলায় আহতরা হলেন মোঃ সাব্বির মোঃ আব্দুল আজিজ,মোঃ মোরশেদ আলম ও মোঃ আলাউদ্দিন।এদিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী জানান,প্রতিদিনের মতো নির্বাচন প্রচারণা ও গণসংযোগে গাড়ি নিয়ে বের হয়েছিল।প্রচারণার গাড়ি কাটিরহাট উচ্চ বিদ্যালয় অতিক্রমের সময় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সমর্থকরা গাড়িগুলোর গতিরোধ করে ভাঙচুর করে।এ সময় আমার কেটলি প্রতীকের সমর্থনে মিছিল বা নির্বাচনী প্রচার বন্ধ করতে বলা হলে,প্রচারণার কাজে ব্যবহৃত গাড়িগুলো ঘটনাস্থল ত্যাগ করে নাজিরহাট নতুন রাস্তার মাথায় চলে যায়।চারিয়া অভিমুখে স্লোগান দিয়ে যাত্রা শুরু করলে পুনরায় গাড়িতে ইট-পাটকেল ছোঁড়া হয়।দুইটি গাড়ি আটকে রাখা হয়।ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।এবিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মনিরুজ্জামান কে প্রশ্ন করলে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন,গাড়ি ভাঙচুরের বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কর্মকর্তার(ভূমি)সঙ্গে যোগাযোগ করেন,তাছাড়া এঘটনার আমরা লিখিত অভিযোগ পেলেই আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।