রাজধানীর ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারনে আটকে পড়া নারীসহ তিনজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।রোববার(২১শে জানুয়ারি ২০১৩ইং)সকাল আনুমানিক ৭ঘটিকা ২০ মিনিটে এ আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।পরে দ্রুত ঘটনাস্থলে এসে সকাল ৮ ঘটিকা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এবিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন,মেহেরবা প্লাজার ১৬ তলা ভবনের ১৫ তলায় এ আগুন লাগে।সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এ-সময় আগুনের ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ একজন নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।আগুনের ধোয়ায় আটকে পরা তিনজন কে উন্নতি চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।