কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সত্য চন্দ্র শীল(৫৪)নামে হত্যা মামলার এক আসামি আগুনে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে।তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা যায়।রোববার(২৮শে জানুয়ারি ২০২৪ইং)ঢাকা কেন্দ্রীয় কারাগার(কেরানীগঞ্জ)থেকে এ তথ্য জানা যায়।এদিকে গত শনিবার(২৭শে জানুয়ারি ২০২৪ইং)রাত ১২ঘটিকার দিকে ইনস্টিটিউটের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার(হ্যালিপাড়া) এলাকার মৃত সতিশ চন্দ্র শীলের ছেলে।এছাড়াও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের(কেরানীগঞ্জ)সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যম’কে জানান,মৃত সত্য চন্দ্র শীল,কুড়িগ্রামের নাগেশ্বরী থানার একটি হত্যা মামলার আসামি,যাহার এজাহারের মামলা নম্বর-১৫(১)২৪(দ:বি:)।কারাবন্দী সত্য চন্দ্র শীল (৫৪)’এর শ্বাসনালীসহ শরীরের ৩২ শতাংশ দগ্ধ থাকায় শনিবার তাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।এরপর সরাসরি তাকে বার্ন ইনস্টিটিউটের ৬ষ্ঠ তলার ৬০২ নাম্বার ওর্য়াডে ভর্তি করা হয়।গত শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।তবে রংপুর থেকে আগত বন্দি কিভাবে দগ্ধ হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।