গাজিপুর টঙ্গী বিশ্ব ইজতেমায় শুর হওয়ার আগেই অংশগ্রহণ নিতে আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা যায়।গত বৃহস্পতিবার(১ই ফেব্রুয়ারি ২০২৪ইং)দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তৃতীয় ব্যক্তি মৃত্যু হয়।এদিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,গত বৃহস্পতিবার বেলা ১২ঘটিকার দিকে ইজতেমা ময়দানে হঠাৎ বমি হলে অসুস্থ হয়ে পরেন,বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মোঃ আব্দুস সাত্তার(৬৮)তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।মৃত আব্দুস সাত্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুমরি বাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।এর আগে বুধবার(৩১শে জানুয়ারী ২০২৪ইং)ইজতেমায় এসে ও আসার পথে দুই মুসল্লি অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানা যায়।মৃত বেক্তিরা হলেন,চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া(৪৫)ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের মোঃ ইউনুছ মিয়া।তাদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয় ডা.ফারহানা তাসনিম নিতু বলেন,হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।