1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

মিরপুরের প্যারিস খালে চলছে অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

আগের ঘোষণা অনুযায়ী,মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের এক হাজার ১২০০ স্বেচ্ছাসেবী কর্মী।শুক্রবার(২ই ফেব্রুয়ারি২০২৪ইং)সকাল ১০ঘটিকার দিকে মিরপুর প্যারিস খালে এই অবৈধ দখল উচ্ছেদ ও প্যারিস খাল পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়।এরআগে,বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।গত বুধবার(৩১শে জানুয়ারি ২০২৪ইং)মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।মেয়র আতিকুল ইসলাম বলেন,ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে রুপান্তর করা হবে।এছাড়া খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল পরিচ্ছন্ন পরিবেশ ভোগ করবে না।এর সুফল ভোগ করবে অত্র এলাকাবাসী।আপনাদের সবার জন্যই এই খাল পরিষ্কার করা হবে।মিরপুর প্যারিস খাল দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল।অথচ একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলতো,এই খালে মানুষ সাঁতার কাটতো মাছ ধরতো।সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে পরিবেশে’কে হুমকি মখে ফেলে দিয়েছে।তিনি আরো বলেন,পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি।পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে।একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়,এই এলাকার বাড়িঘর ডুবে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পরে। কারণ এই খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না।ময়লা ফেলে খালটিকে ধ্বংস করে ফেলা হয়েছে।অথচ এই এলাকার মানুষই অভিযোগ করছে জলাবদ্ধতার বিষয়ে।ঐতিহ্যবাহী এই প্যারিস খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্ন রাখতে আমি এলাকাবাসীর সহযোগিতা চাই।মেয়র আতিকুল ইসলাম আরও বলেন,প্যারিস খালটির প্রস্থ ৪০ ফুট হলেও এখন কোনো কোনো জায়গায় ১৮ ফুট,১৫ ফুট।কোনো কোনো জায়গায় এখন ১০-১১ফুট অবশিষ্ট আছে।এতে এলাকাবাসীর সহযোগিতা খুব প্রয়োজন।খাল দখল কোনো সমাধান না।উচ্ছেদ না করা ছাড়া আর কোনো সমাধান নেই।যারা এখানে বসবাস করেন,তাদের চলে যেতে হবে।ময়লামুক্ত ও দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান ও উচ্ছেদ চলমান থাকবে বলে মন্তব্য প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত