1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

আশুলিয়ায় সরকারি জমি দখল পাল্টা দখলে অস্ত্রের মহড়া।

সাভার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

আশুলিয়ার আউকপাড়ায় ন্যাশনাল প্লাজার বৈধ লীজি সম্পত্তি দখল,পাল্টা দখলে পিস্তল জাহাঙ্গীরের সশস্ত্র মহড়া,কামাল গং গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনার অভিযোগ পাওয়া গেছে।জানা যায় আশুলিয়ার আউকপাড়ায় নবাব এস্টেটের সরকারি ২০একর সম্পত্তি ভূমি সংস্কার বোর্ড কর্তৃক বৈধ লীজি মালিক ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ,অথচ দখল পাল্টা দখলে চলছে পিস্তল জাহাঙ্গীর গ্রুপের সশস্ত্র মহড়া।কামাল গ্রুপ জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে।শনিবার(১৭ই ফেব্রুয়ারি২০২৪ইং)সকাল অনুমান ১০ঘটিকার দিকে ন্যাশনালের সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশকারী কামাল গং এর মিরপুরের সন্ত্রাসী আনোয়ার ও মোশারফ ন্যাশনালের দেয়াল ভাঙা ইট বিক্রির টাকা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় কামাল,আনোয়ার,মোশারফ,সেলিম,অপু,সোহেলসহ ১৫/২০ জন আহত হন।স্থানীয় প্রভাবশালী দখলদার পিস্তল জাহাঙ্গীর মাদবর আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের প্রভাব খাটিয়ে আরেক দখলদার আজাদ মাহবুব এর পক্ষ নিয়ে ন্যাশনালের সম্পত্তি জবর দখলে দিচ্ছে সশস্ত্র মহড়া।এলাকাবাসী বলছেন,এই সম্পত্তি নিয়ে যে কোন মুহুর্তে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।সুত্রে জানা যায় আশুলিয়া থানার আউক পাড়া মৌজার সিএস খতিয়ান নং ৪ ও ১৬,সি.এস দাগ নং ১ ও ২ হতে চৌহদ্দি মতে ২০.০০(বিশ)একর জমি,সদস্যদের পক্ষে আইয়ূব আলী শিকদার,সহ-সভাপতি,ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিঃ,কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নবাব এস্টেট হতে ২০০৫ইং সালে নবায়ন ভিত্তিক একসনা লীজ গ্রহন করেন।সে মোতাবেক বছর বছর খাজনা-লীজমানি পরিশোধ করে সমিতি সরকারের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ করেছে।বর্তমানে আবাসিক হিসেবে লীজ বহাল আছে।এবং হাল সন পর্যন্ত লীজমানি পরিশোধ করে একমাত্র বৈধ লীজি হিসেবে বহাল থাকলেও নবাব এস্টেট ও ভূমি সংস্কার বোর্ডের কতিপয় অসাধু কর্মচারী ও প্রশাসনের যোগসাজশে সরকারী সম্পত্তি ভূমিদস্যু ও দখলবাজরা বেহাত করার ষড়যন্ত্রে লীপ্ত।সরকারি সম্পত্তির বৈধ লীজি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ দীর্ঘদিন ভোগ দখলে থাকলেও বর্তমানে কয়েক জন চিহ্নিত ভূমিদস্যু আর ভূমি সংস্কার বোর্ডের সৃষ্ট কয়জন ভূমি সন্ত্রাসী উক্ত জমির লীজি এবং পর্চা মালিক দাবি করে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে এবং ভিতরের হাজার হাজার ফলজ বনজ গাছ-গাছালী নির্বিচারে কেটে বহুতল ভবন নির্মাণ করছে।এ বিষয়ে এই চক্রটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,এছাড়াও ভূমি কর্তৃপক্ষ ভূমি সংস্কার বোর্ড কে তাদের দেয়া হচ্ছে হুমকি।ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানী এড়াতে ভূমি সংস্কার বোর্ড ও প্রশাসনকে এগিয়ে আসার জোর দাবী জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ সহ ন্যাশনালের সাধারন লীজিরা।এ বিষয়ে মোঃ আরাফাত হোসেন উপপরিদর্শক আশুলিয়া থানা বলেন লীজ কর্তৃপক্ষ ভূমি সংস্কার বোর্ড তাদের বৈধ লীজি ন্যাশনাল প্লাজাকে আইনি সহযোগিতার জন্য বললে বা পত্র যোগে নির্দেশনা দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত