উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের কাছে একটি গাড়ি উপহার হিসেবে পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়ি পাঠানো হয়েছে বলে গত রোববার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়,গত ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।তারা বলছে কিম জং-উনের ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই উপহারের গাড়ি।তবে গাড়িটি কীভাবে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় পৌঁছেছে সে ব্যাপারে ওই প্রতিবেদনে বিস্তারিত কিছুই প্রকাশ হয়নি।এছাড়াও উত্তর কোরিয়ায় জাতিসংঘের রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা রয়েছে।ধারণা করা হয়,কিমের সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে পাচার করা।তথ্য প্রকাশ আল জাজিরা।পুতিন এবং কিম জং-উন উভয়েই আন্তর্জাতিক ভবে বন্ধুহীন হয়ে পড়েছেন,মস্কো ২০২২ইং সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।পুতিনের উপহারের গাড়িটি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মস্কো-সমর্থিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে মনে করা হয়।জাতিসংঘের জারি করা ওই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ায় সকল প্রকার যানবাহন সরবরাহ নিষিদ্ধ।