1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁওয়ে অধিকাংশ বিদ্যালয়ে নেই শহীদ মিনার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বাংলা ভাষার মর্যাদা আদায়ে ভাষা আন্দোলনের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী।পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছিল,যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত পেয়েছে বিশ্বের দরবারে।কিন্তু ভাষা আন্দোলনের দীর্ঘ ৭২ বছর পরও ঠাকুরগাঁওয়ের ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠেনি শহীদ মিনার।জেলায় ৩৭৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২১টিতে এবং ৯৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২৫টির মধ্যে কোনো শহীদ মিনার নেই।একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেতে হয় দূর-দূরান্তে।আবার অনেক প্রতিষ্ঠানে কোনো কর্মসূচিও পালন করে না।এর মধ্যে ঠাকুরগাঁও শহরের ইসলাম নগর উচ্চ বিদ্যালয়,মথুরাপুর পাবলিক হাই স্কুল,মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসহ ঘুরে দেখা যায়,এগুলোতে নেই শহীদ মিনার স্থাপন হয় নাই।যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তাদের অন্যান্য বছরগুলোর মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ফুল নিয়ে যেতে হবে নিকটবর্তী অন্য প্রতিষ্ঠানের শহীদ মিনারে।তাই নিজ বিদ্যালয়ে শহীদ মিনার চান এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।তারা বলেন,ভাষা শহীদের আত্মত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল সাংস্কৃতিক কর্মসূচি যেন শহীদ মিনার কেন্দ্রীক হয়,এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার না থাকায় অনেকে ২১শে ফেব্রুয়ারিতে স্কুলে আসে না।বাইরের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেদিকেই ঘুরে বেড়ায়।আর স্কুলে শহীদ মিনার না থাকায় ভাষা আন্দোলনের গুরুত্ব আমাদের কাছে দিন দিন কমে যাচ্ছে।তাই আমাদের স্কুলে একটি শহীদ মিনার স্থাপন করা খুবই জরুরি।এছাড়াও ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,বিদ্যালয়ে শহীদ মিনার নেই,কলেজের শহীদ মিনারে গিয়ে ফুল দিতে হয়।আমরা সরকারের কাছে শহীদ মিনার নির্মাণের দাবি জানাই।ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ’এর সাথে কথা কথা বললে, তিনি বলেন,আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় দুই কিলোমিটার দূরে সরকারি কলেজে গিয়ে ফুল দিতে হয়।নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে আরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি পালন করতে পারতাম।মথুরাপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন,জীবন দিয়ে যারা মাতৃভাষার অধিকার রক্ষা করেছেন,সেই সব শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারগুলো যথাযোগ্য মর্যাদা রক্ষণাবেক্ষণ প্রয়োজন।সেই সাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন জরুরি।ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন,জেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নেই তাদের চিঠির মাধ্যমে নিজ উদ্যোগে শহীদ মিনার নির্মাণের কথা বলা হয়েছে।একই সাথে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করতে বলা হয়েছে।বিদ্যালয়ে অনুষ্ঠানগুলোকে শহীদ মিনার কেন্দ্রিক করার জন্য উদ্যোগ নিতে হবে, যাতে আগামী প্রজন্মের কাছে ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরা যায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত