1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

আশুলিয়ায় ডাকাতি মামলায় পিস্তলসহ আটক ৬।

শাহাদাৎ হোসেন সরকার(আশুলিয়া)
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

শাহাদাৎ হোসেন সরকার(আশুলিয়া)

আশুলিয়ায় গুলি ভর্তি অবৈধ পিস্তল সহ আন্তঃ জেলা ডাকাত দলের দুধ্বর্ষ ০৬ সদস্যকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।গত শনিবার(২৪শে ফেব্রুয়ারি ২০২৪ইং)ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলা গুলোর সাথে জড়িত দুর্ধ্বষ ০৬ ডাকাত আটক কে করা হয়। আসামিরা হলেন মোঃ সুমন গাজী, সজল,পটকা সুমন(৩৬),পিতা-মৃত আনছার আলী গাজী, মাতা-রাশিদা বেগম,সাং-সোনাখালী গাজীবাড়ী থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা,এ/পি-আলতাফ হোসেন লেন, কালাম সাহেব এর বাড়ী, থানা-খুলনা সদর,জেলা-খুলনা,এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর,ডেমরা,ঢাকা,২.মোঃ আব্দুর রহমান বাপ্পি, কলম বাপ্পি(৩২),পিতা-মৃত আকবর আলী শেখ,মাতা-পারভীন,সাং-পালবাড়ী আলাইপুর,পালবাড়ী ব্রিজের নীচে,থানা-রূপসা,জেলা-খুলনা,এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর,ডেমরা,ঢাকা,৩.মোঃ রাজু মুরাদ(৩৮),পিতা-মোঃ ইউনুছ আলী,মাতা-শেফালী বেগম,সাং-খানপুর বালিয়াডাঙ্গা,থানা মনিরামপুর,জেলা-যশোর,এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর,ডেমরা,ঢাকা ৪.মোঃ মনিরুল ইসলাম খান @ মনির(৩৫),পিতা-মৃত মোশারফ খান,মাতা-মরিয়ম বেগম,সাং-আলতাফ হোসেন লেন ডাক্তার বাড়ী গলি, ওয়ার্ড নং-৩০,খুলনা শিপইয়ার্ড, থানা-খুলনা সদর,জেলা-খুলনা।এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর,ডেমরা,ঢাকা,৫.মোঃ আইনুল হক(৩২),পিতা-মৃত আলমগীর শেখ,মাতা-পারভীন বেগম,সাং-রামভদ্রপুর,থানা-বটিয়াঘাটা,জেলা-খুলনা,এ/পি-সাং-মোক্তার হোসেন রোড,থানা-লবনচরা,খুলনা,এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর,ডেমরা,ঢাকা ৬.মোঃ ইয়াসিন আলী(২৯),পিতা-মোঃ ইউনুছ আলী,মাতা-নুরুন্নার বেগম,সাং-উত্তর চেশ্রীরামপুর,থানা-কাঠালিয়া,জেলা-ঝালকাঠি,এ/পি-গোয়ালবাড়ী রোড, থানা-কাফরুল,ঢাকা দের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছে থেকে একটি পিস্তল ও ০৪ রাউন্ড গুলিসহ লুন্ঠন করে নেওয়া প্রায় ০৩ ভরি ওজনের স্বর্নালংকার,নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ)টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত(১)একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৩৬ এবং গাড়ির ভিতর রক্ষিত অবস্থা হইতে একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার,(৩)একটি সেলাই রেঞ্চ,(৪)১১টি প্লাষ্টিকের তৈরি লক,(৫)একটি লোহার তৈরি বাঁকানো ক্লাম যাহার অগ্রভাগ ধারালো,(৬)১৬টি কাগজের তৈরি নম্বর প্লেট এবং একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়।জানা যায় আশুলিয়া থানা এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে কয়েকটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়।যাহার প্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৭৩,তারিখ-২৪/০৬/২০২৩ ইং,ধারা-৩৯৪ পেনাল কোড,আশুলিয়া থানার মামলা নং-৫৩,তারিখ-(২৫শেঅক্টোবর২০২৩ইং),ধারা-১৭০/৩৯৫/৩৯৭ পেনাল কোড, আশুলিয়া থানার মামলা নং-৩১,তারিখ-(১৬ই জানুয়ারী২০২৪ইং),ধারা-৩৯৬ পেনাল কোড রুজু হয়।ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব আসাদুজ্জামান,পিপিএম(বার)এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি মোবশ্শিরা হাবীব খান-পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(উত্তর),ঢাকা এর একটি চৌকষ টিম উক্ত মামলা গুলো রহস্য উদঘাটনে কাজ শুরু করে।আসামীরা উক্ত মামলার ঘটনার সমূহের সাথে জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে স্বীকার করে।উক্ত আসামীদের নিকট হতে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানায় উক্ত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত