নৌকার প্রতিকে ভোট করার কে কেন্দ্র করে ঝিনাইদহে সাবেক যুবলীগ ও বর্তমান জয়বাংলা ঐকৈ পরিষদের ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি এনামুল হক এনাম(৪৮)নামে এক নেতাকে কুপিয়ে৷গুরুতর আহত করা হয়েছে।গতসোমবার(২৫শে মার্চ ২০২৪ইং)আনুমানিক বিকেল ৪ঘটিকার সময় এ ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে,সাবেক যুবলীগ ও জয়বাংলা ঐকৈ পরিষদের ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি এনামুল হক(৪৮)’কে তার প্রতিপক্ষের সতন্ত্রপ্রার্থী সমর্থকরা কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠে।আহত এনামুল হক(৪৮)ঝিনাইদহ সুরাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে এবং সুরাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান জয়বাংলা ঐকৈ পরিষদের ঝিনাইদহ সদর উপজেলার বলে জানা যায়।স্থানীয় এলাকায় বসবাসরত বাসিন্দার তথ্যসূত্র থেকে জানা যায়,দীর্ঘদিন ধরে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সদস্য আশরাফ হোসেন এবং একি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য কবির হোসেন জোয়ারদা কেভীর মধ্যে এলাকায় নৌকার প্রতিকে ভোট করার কারন নিয়ে বিরোধ চলে আসছিলো।গত সোমবার(২৫শে মার্চ ২০২৪ইং)এই বিরোধের জেরে আনুমানিক বিকেল ৪ ঘটিকার দিকে সুরাট বাজার থেকে বাড়ি ফেরার পথে সুরাট ইউনিয়নের সতন্ত্র প্রার্থীর সমর্থকরা সাবেক সুরাট ইউনিয়নের যুবলীগ নেতা ও জয়বাংলা ঐকৈ পরিষদের ঝিনাইদহ সদর উপজের সাধারণ সম্পাদক এনামুল হক(৪৮)’কে সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত করে ফেলে যায় সুরাট ইউনিয়নের সতন্ত্র প্রার্থীর সমর্থকরা।পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ ২৫০শয্যা সদর হাসপাতালে নেয় হয়।পরে তার অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাপাতালের দায়িত্বরত চিকিৎসক ছোয়া ইসরাইল।ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ছোয়া ইসরাইলের কাছে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বিসিএন২৪ এর প্রশ্নের জবাবে বলেন,সাবেক যুবলীগ নেতা এনামুল হক(৪৮)এর ঘাড়,হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহীন উদ্দিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,পূর্ব শত্রুতার জেরেই এধরনের ঘটনা ঘটেছে আমাদের ধারনা করা হচ্ছে।এছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে বলে জানান তিনি।