শাহাদাৎ হোসেন সরকারঃ
রাজধানীর মিরপুরে রূপনগরে ৩৯ নম্বর রোডের শেষ মাথা রূপনগর থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুইটি আক্তার শিনুর বাসায় হামলার ঘটনা ঘটেছে।গত(১১ই মার্চ২০২৪ইং)সোমবার রাত আনুমানিক দেড়ঘটিকার সময় রানী আক্তার জুলিয়া ও তার সহোদর ভাই জুয়েল সহ অজ্ঞাত আরো ৩-৪জন অতর্কিত এ হামলা চালায়।ভুক্তভোগী সুইটি আক্তার বলেম রানী আক্তার জুলিয়া সহ তার গ্রুপে সক্রিয় সকল সদস্য দীর্ঘদিন ধরে আমার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল।আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রানী আক্তার জুলিয়া ক্ষিপ্ত হয়ে আমার বাসায় এ হামলা চালায়।আমি এবিষয়ে(১১ই মার্চ২০২৪ইং) তারিখে রূপনগর থানায় হাজির হয়ে সুইটি আক্তার শিনু ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।উক্ত দায়েরকৃত মামলায় দীর্ঘদিন পলাতক থেকে গত(৩১শে মার্চ২০২৪ইং)রবিবার সকালে আদালত থেকে জামিন নিয়ে এসেই সন্ধ্যায় ইফতারের পরপর ভুক্তভোগী সুইটি আক্তার-মালা-ইমরান সহ অজ্ঞাতো আরো ৫/৬ জনকে প্রকাশ্যে বিভিন্ন প্রকারের ভয় ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করেন রূপনগর থানা যুব মহিলা লীগের স্বঘোষিত সহ-সভাপতি পরিচয় দানকারী রানি আক্তার জুলিয়া।এ ঘটনায় ভুক্তভোগীরা রবিবার রাতে রূপনগর থানায় হাজির হয়ে জুলিয়ার বিরুদ্ধে ৩টি সাধারণ ডাইরি করেন।এবিষয়ে পুলিশ সূত্রে জানা যায় রানী আক্তার জুলিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপনগর থানায় দখলদারিত্ব,চাঁদাবাজি,অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মারামারির সহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।